চাঁদপুর কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৭-১০-২০২৪ ১২:৩৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৪ ১২:৩৯:০৬ অপরাহ্ন
চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
কামরুজ্জামান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের সাকারি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
এদিকে কামরুজ্জামানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তারা জানান, কামরুজ্জামান ঢাকায় ব্যবসা করতেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত না বলে দাবি পরিবারের।
জেল সুপার মুনীর হোসেন জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স