সাজিদের ঘূর্ণিতে লন্ডভন্ড ইংল্যান্ড
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৭-১০-২০২৪ ১২:৪৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৪ ১২:৪৩:৫৭ অপরাহ্ন
২১১ রানে ছিল ২ উইকেট। এরপর পাকিস্তানের সাজিদ খানের ঘূর্ণিতে লন্ডভন্ড হয়ে গেছে ইংল্যান্ড। ৮০ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৯১-তে গুটিয়ে গেছে সফরকারীরা। একাই ৭ উইকেট তুলে নিয়েছেন ডানহাতি স্পিনার সাজিদ খান। এতে ৭৫ রানের লিড পেয়েছে পাকিস্তান। এর আগে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৬৬ রান করেছিল স্বাগতিকরা।
স্পিন সহায়ক পিচে যে ইংল্যান্ড বেশিক্ষণ টিকবে না, তা বোঝা গেছে গতকাল দ্বিতীয় দিনেই। দিনের শেষ সেশনে টার্নিং পিচে তালগোল পাকিয়ে ফেলে ইংল্যান্ড। সাজিদের ঘূর্ণিতে খেই হারান জো রুট, বেন ডাকেট ও হ্যারি ব্রুক। এর আগে অলি পোপের উইকেটও তুলে নিয়েছিলেন ডানহাতি স্পিনাার।
আজ বৃহস্পতিবার ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের ষষ্ঠ ওভারে ব্রাইডন কার্সকে (২৯ বলে ৪) সউদ শাকিলের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেন সাজিদ। এটি টেস্ট ক্যারিয়ারে সাজিদের দ্বিতীয় ফাইফার।
এরপর ম্যাথিউ পটস (১০ বলে ৬) ও ইংল্যান্ডের শেষ উইকেট শোয়েব বশিরকেও (১৯ বলে ৯) তুলে নেন সাজিদ। ২৬.২ ওভার বল করে ১১১ রান খরচায় ৭ উইকেট নেন ডানহাতি স্পিনার।
এর আগে পাকিস্তানের ৩৬৬ রানের জবাব ‘বাজবল’ খেলে দিচ্ছিলো ইংল্যান্ড। টেস্ট ফরম্যাট হলেও শুরুর দিকে ইংলিশরা খেলেছে অনেকটা ওয়ানডে স্টাইলে। ৪১ ওভারে ২ উইকেটের বিনিময়ে তুলে ফেলেছিল ২১০ রান।
উদ্বোধনী জুটিতে ৭৩ রান তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ৩৭ বলে ২৭ রান করে আউট হন ক্রাউলি। নোমান আলির ঘূর্ণিতে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন ইংলিশ ওপেনার। সাজিদ খানের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে অলি পোপ করেন ৩৭ বলে ২৯ রান।
১২০ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ডাকেট। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি ইংলিশ ব্যাটারের চতুর্থ সেঞ্চুরি। একইসঙ্গে সবচেয়ে ধীরগতিরও। এর আগে ভারতের বিপক্ষে ৮৮ বলে, পাকিস্তানের বিপক্ষে ১০৫ বলে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন মারকুটে ডাকেট।
বুধবার দিনের শেষ সেশনে এসে হঠাৎ তালগোল পাকিয়ে ফেলে ইংল্যান্ড। ১৪ রানের মধ্যে ৪ ব্যাটার ফিরিয়ে ইংলিশদের চেপে ধরে পাকিস্তান। ২ উইকেটে ২১১ রান করা ইংল্যান্ড ২২৫ রানে হারায় ৬ উইকেট।
দলীয় ২১১ রানে সাজিদ খানের ঘূর্ণিতে জো রুট (৫৪ বলে ৩৪) বোল্ড হলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে শুরু হয় ভাঙন। এক ওভার পরেই সেঞ্চুরি করা ডাকেটকেও (১৬ চারে ১২৯ বলে ১১৪) তুলে নেন সাজিদ। ওই ওভারেই নতুন ব্যাটার হ্যারি ব্রুককেও (৯ বলে ৯) বোল্ড করেন ডানহাতি পাকিস্তান স্পিনার।
পরের ওভারে বেন স্টোকসকে ফেরান নোমান আলি। বাঁহাতি স্পিনারের বলে শর্টে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ হওয়ার আগে মাত্র ১ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স