ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার পাবে ৩০ লাখ টাকা

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৪৬:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবার পাবে ৩০ লাখ টাকা ছবি:ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস কমিশনে উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম পর্বে শহিদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেয়া হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে আগামীতে।

এ সময় পল্লীবিদ্যুৎ শ্রমিকদের সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান মাহফুজ তিনি বলেন, পল্লীবিদ্যুৎ শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা বলবো আমাদের সঙ্গে আলোচনায় আসতে।


নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ