ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩৩

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১১:১৯:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১১:১৯:০১ পূর্বাহ্ন
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩৩

গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া এলাকার কাছে শরণার্থী শিবিরে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এমনটি জানিয়েছে। 

সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। 

এর আগে আল আওদা হাসপাতালের একটি সূত্র জানায়, তারা হাসপাতালটিতে ২২ জনের মৃত্যুর বিষয় রেকর্ড করেছে। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্মিত তাল আল-জাতার শিবিরটিতে চালানো হামলায় আরও ৭০ জন আহত লোককে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

রাতভর পরিচালিত এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য জানতে চাইলে একজন মুখপাত্র বলেন, তারা বিষয়টির খোঁজ নিচ্ছেন। গাজা উপত্যকার উত্তরে ও জাবালিয়ার আশপাশে গত ৬ অক্টোবর থেকে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সূত্র: এএফপির


নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ