রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে উঠছে। রাশিয়ার তৈরি সুখোই সু–৩৫ জঙ্গিবিমান ও হেলিকপ্টার কেনা এবং এর সরবরাহ পাওয়ার চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ইরান।
মঙ্গলবার ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী বার্তা সংস্থা তাসনিমকে একথা জানিয়েছেন।ইরানের বিমানবাহিনীতে গুটিকয়েকটি যুদ্ধবিমান আছে। এগুলোর মধ্যে আছে, রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের- ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগেকার- কিছু বিমান।
আরো পড়ুনঃ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানার ভিত্তিতে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে;
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেহদি ফারাহি বলেন, “ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ ইউনিটে সুখোই সু–৩৫ জঙ্গিবিমান, আক্রমণ শানাতে সক্ষম হেলিকপ্টার মিল মি–২৮ এবং ইয়াক–১৩০ মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যোগ করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।”তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তি হওয়ার বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করে জানাতে পারেনি।
২০১৮ সালে ইরান নিজেদের বিমানবাহিনীতে ব্যবহারের জন্য নিজেদের নকশার কাউসার নামের যুদ্ধবিমান তৈরি করতে শুরু করে।সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই জঙ্গিবিমান ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে প্রথম তৈরি এফ-৫ যুদ্ধবিমানের কার্বন কপি।