ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল আন্দোলনকারীরা

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২০-১০-২০২৪ ১২:২১:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৪ ১২:২১:১২ অপরাহ্ন
১৫ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল আন্দোলনকারীরা

দাবি বাস্তবায়নের জন্য ১৫ দিনের আল্টিমেটামে শাহবাগ ত্যাগ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ স্বাধীনতা আউটসোর্সিং কল্যাণ পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম শিশির এই ঘোষণা দেন।

এস এম শিশির বলেন, কোন ঠিকাদার যদি আমাদের ভাই-বোনদের নির্যাতন করেন, আমাদের দাবি না মানেন তাহলে ১৫ দিন পর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রধান উপদেষ্টার বাসভবনে গেলে সেখানে অসুস্থতা জনিত কারণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা না হলেও তার প্রেস সচিব ও বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে কথা হয়েছে বলেও যোগ করেন তিনি।

আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন, আমাদের দাবি দাওয়া তারা শুনেছেন, কথা বলেছেন। আমাদের কথা দিয়েছে যে সব সংস্কার কমিটি আছে সেখানে আমাদের বিষয়টি নিয়েও কাজ করা হবে। যদি সেখানে সম্ভব না হয় তাহলে নতুন করে কমিটি করে আমাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ