ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সৌদিতে দেয়াল ধসে নিহত বাংলাদেশি যুবক

আপলোড সময় : ২৯-১১-২০২৩ ১২:৫৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৩ ১২:৫৫:৫৪ অপরাহ্ন
সৌদিতে দেয়াল ধসে নিহত বাংলাদেশি যুবক ছবি:সংগৃহীত


সৌদি আরবে দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আরো পড়ুনঃ মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত

 

আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় তায়েফ শহরের নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় দেয়ালের একটি অংশ ধসে চাপায় পড়ে গুরুতর আহত হন আবুল হোসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবুল হোসেন। সেখানের তায়েফ শহরে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। এক বছর আগে দেশে এসে আবারও সৌদি আরবে ফিরে যান আবুল হোসেন। গত বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান। আবুল হোসেনের পাঁচ বছরের এক ছেলে ও দেড় মাস বয়সী এক মেয়ে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ