গোমস্তাপুরে তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২০-১০-২০২৪ ০৯:৩৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৪ ০৯:৩৫:৩৮ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ,(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি):-
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
রোববার সকালে খয়রাবাদ তাহিনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে কলেজ মোড়ে গিয়ে আধাঘণ্টা পথ অবরোধ করে রাখে।
পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।উল্লেখ্য, ১৩-১০-২০২৪ ইং তারিখ তন্ময়(১৭) নামে একটি ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর ঘাটে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়।
পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।বিচার চেয়ে কয়েকবার থানায় গেলেও মামলা না নেওয়ার অভিযোগ করেন তারা। থানায় মামলা না নেওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ইউডি মামলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স