ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মাধবপুরে অপহরণের ৯দিন পর স্কুল ছাত্রী উদ্ধার,অপহরণকারী সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) গ্রেফতার !

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৯:৫৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
মাধবপুরে অপহরণের ৯দিন পর স্কুল ছাত্রী উদ্ধার,অপহরণকারী সিকিউরিটি গার্ড তানভীর মিয়া  (২০) গ্রেফতার ! অপহরণকারী সিকিউরিটি গার্ড তানভীর মিয়া
মো:ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

মাধবপুর থেকে অপহরনের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেফতার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশসহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহনের শিকার ছাত্রী কে উদ্ধার ও তানভীর কে গ্রেফতার করে। 

পরে ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২২ধারায় জবানবন্দি গ্রহনের জন্য  আদালতে  নেয়া হয়েছে। অপর দিকে অপহণের  অভিযুক্ত  তানভীর কে  আদালতে  পাঠানো হয়েছে। পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন।

পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে কুপ্রস্তাব দিত। ১১ অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশলে একটি সিএন জি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ