এস আলম গ্রুপের চেয়ারম্যানের মাইয়ের জানাজায় ছিলেন না ছেলেদের কেউ
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২০-১০-২০২৪ ১০:৩৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৪ ১০:৪৪:৩১ অপরাহ্ন
সন্তানদের সঙ্গে চেমন আরা বেগম। ছবি : সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৯২) মার গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। আজ রোববার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মায়ের জানাজার সময় ছেলেদের কেউই উপস্থিত ছিলেন না।
চেমন আরা বেগম ৭ ছেলে ও ৫ মেয়ের জননী ছিলেন। গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তাঁর বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।রোববার আছর নামাজের পর চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগ, ঢাকা থেকে হেলিকপ্টারের করে তাঁর মরদেহ চট্টগ্রামে আনা হয়। তাঁর মরদেহ মাঠে নেওয়ার পর গেট বন্ধ করে দেওয়া হয়। এসময় চেমন আরা বেগমের মেয়েরা উপস্থিত থাকলেও ছেলেদের কেউ উপস্থিত ছিলেন না। জানাজায়ও অংশ নিতে পারেননি কোনো ছেলে। ভিডিও কলে শেষবারের মতো মাকে দেখেন সন্তানরা।
জানাজা শেষে চেমন আরা বেগমকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের বেশিরভাগ সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের অনেক সদস্যই মরহুমার নামাজে জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারেননি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
দেশের বৃহৎ শিল্পগ্রুপ এস আলম গ্রুপের প্রতিষ্ঠার পেছনে চেমন আরা বেগমের অনবদ্য অবদান রয়েছে। এস আলম গ্রুপ প্রতিষ্ঠার পূর্বে চেমন আরা বেগম তাঁর ভাই আকতারুজ্জামান বাবুর কাছে সাইফুল আলমকে নিয়ে গিয়েছিলেন। আর এভাবেই এস আলম গ্রুপের উত্থান।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স