ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে: রিজভী

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২১-১০-২০২৪ ০৯:২৯:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৪ ০৯:২৯:৪৯ পূর্বাহ্ন
বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে: রিজভী
বাজারে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে; সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন ডিজেল-পেট্রোলের দাম বৃদ্ধি না পায়, সে ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
 
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, একটি মহল নানা খাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে; তাই সরকারকে সতর্ক থাকতে হবে।
 
রুহুল কবির রিজভী বলেন, আবাসন পুননির্মাণ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও পুষ্টির মতো অতি প্রয়োজনীয় সেবাগুলোর মানোন্নয়নে আরও উদ্যোগী হতে হবে।এ সময় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষক ও খামারি। শিগগিরই তাদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান রুহুল কবির রিজভী।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ