ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গানই জিবন

মরার আগ পর্যন্ত গান গেয়ে যাবো,বাউল আপন

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৩:৩১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৬:০৫:২৬ অপরাহ্ন
মরার আগ পর্যন্ত গান গেয়ে যাবো,বাউল আপন
বিনোদন রিপোর্ট/এসএম সোহেল: গান আমার রক্তের সাথে মিশে আছে,মরার আগ পর্যন্ত গান গেয়ে যাবো, কথাগুলো সময়ের জনপ্রিয় শিল্পী বাউল আপনের। যিনি স্টেজ ও মৌলিক গানে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন, এই প্রতিবেদককের সাথে একান্ত আলাপকালে সঙ্গীত নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথাগুলো শেয়ার করলেন এই কণ্ঠশিল্পী। নাম তার বাউল আপন,পুরো নাম মোঃ আপন আহাম্মেদ। জন্ম ও বেড়ে উঠা বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামে। ছোট বেলা থেকেই মনের অজান্তে গুনগুনিয়ে গান গেয়ে উঠা এই শিল্পীর শৈশব থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে একজন বাউল শিল্পী হবেন। পরবর্তীতে আওয়াজ ফাউন্ডেশন থেকে ওস্তাদ আলমগীর হোসেন ও আনোয়ার স্যারের হাত ধরে সঙ্গীতের তালিম নেন এই মানুষটি। ২০০৬ সাল থেকে গান করা এই শিল্পীর প্রথম মৌলিক গান প্রকাশিত হয় ২০০৯ইং সালে,তার প্রথম গানের এলবামের নাম 'স্বপ্ন পূরণ'। বাউল আপন দেশসেরা খ্যাতিমান গীতিকার ও সুরকারদের সূরে গান করেছেন,তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গীতিকার,সুরকার ও শিল্পী আক্কাস দেওয়ান, সঞ্জয় শীল,জনপ্রিয় কণ্ঠশিল্পী পূর্ণ মিলন,বাউল আকাইদ অন্যতম। এপর্যন্ত বাজারে বাউল আপনের কন্ঠে প্রকাশ পেয়েছে সাতটি মৌলিক গান,এছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি মৌলিক গান। তারমধ্যে পূর্ণ মিলনের সুরে 'মানুষ চেনা দায়' গানটি খুব শীঘ্রই প্রকাশ পাবে। বাউল আপনের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'আওরে বন্ধু আও' 'জন্মতে যার দুনয়নের আলো কেড়ে নেও''দখিনা বাতাস', 'কিসংকটে','কেমন পিরিত' 'পরান বন্ধু' অন্যতম,গানগুলো দেশের জনপ্রিয় অডিও ভিডিও লেবেলে প্রকাশিত হয়েছে। গান নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা জানতে চাইলে আপন আরো বলেন, আসলে এখন যে গানের ধারাটা যাচ্ছে মনে হচ্ছে প্রতিযোগিতার ভিতরে আছি সারাক্ষণ। তাদের ভিতরে টিকে থাকাটা আসলে অনেক দায় ,তবু ও গানের সাথেই আছি এবং থাকবো। কারণ গানটা কে আমার মনে প্রাণে ধারন করেছি। সবাই দোয়া করবেন যেন আরো ভালো গান গাইতে পারি।ভালো ভালো গীতিকারে ও সুরকারের গান করতে পারি। তিনি আরো বলেন,আর একটা কথা না বললেই নয় আমি বিশেষ ভাবে ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে গান গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। আমার কর্তৃপক্ষ আমাকে যদি হেল্প না করতো গানের জগতে এত দূরে আসতে পারতাম না

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ