অবিলম্বে পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কুশপুতুল দাহ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। পদত্যাগ না করলে বঙ্গভবন অভিমুখে লংমার্চ ঘোষণা করা হবে বলেও জানান তারা।
মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করা হয়।
এ সময় তারা ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এমন নানান স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরিয়ে দিতে বলেছিলাম আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম, গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। কিন্তু তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করার মাধ্যমে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটির খেসারত এখন দিতে হচ্ছে।
আওয়ামী লীগসহ তার সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তুলে তিনি আরও বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামীকালের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। সেটি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখী লং মার্চ করবো।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ।
এর আগে মঙ্গলবার সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের সংগঠন ও রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে রাত্রিযাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।