প্রতিবারই ৩০ নভেম্বর, জিতের জন্মদিনে তাঁর অনুরাগীরা হাজির থাকেন তাঁর বাড়ির সামনে। কেক, বেলুন, পোস্টার হাতে নায়ককে শুভেচ্ছাও জানান তাঁরা। এবারও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারও ভক্তদের দেখা দিলেন তিনি। তবে একা নয়, জিতের সঙ্গে হাজির ছিলেন তাঁর মেয়ে নবন্যাও। বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের আবদারে ‘মানুষ’ ছবির সংলাপ বললেন জিৎ। প্রিয় নায়কের মুখে সিনেমার সংলাপ শুনে আপ্লুত তাঁর ভক্তরা।
বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সুপারস্টার হলেন জিৎ। বৃহস্পতিবার পা দিলেন ৪৬ বছরে। বক্স অফিসে তাঁর ছবি মুক্তি পেলেই হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মানুষ’। ইতিমধ্যেই নতুন ছবিতে জিতের নতুন অবতার নজর কেড়েছে।