বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২৩ অক্টোবর) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এ ম্যাচের আগে চিন্তার ভাঁজ কোচ ও ফুটবলারদের কপালে। তবে ভারতের বিপক্ষে ড্র কিংবা কম ব্যবধানে হারলেও সেমিতে উঠতে পারবে দল। তাই, যেকোনো মূল্যে জয় পেতে মুখিয়ে বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু পৌনে ছয়টায়।
এবারের সাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। বাঁচা-মরার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসরে টিকে থাকতে হলে, এই ম্যাচটা যে সাবিনাদের জন্য মহাগুরুত্বপূর্ণ।ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে চিন্তার ভাঁজ কোচ ও ফুটবলারদের কপালে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য থাকলেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এবার সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলের। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ঘাসের মাঠে অনুশীলন করেছে পিটার বাটলারের দল।
প্রথম ম্যাচ জিতেই সেমির টিকিট নিশ্চিত করার লক্ষ্য ছিলো বাংলাদেশ দলের। তবে, সে লক্ষ্য পূরণে ব্যর্থ দল। হতশ্রী পারফরম্যান্সে বোঝারই উপায় ছিলো না দু'বছর আগে এই দলটাই জয় করেছিলো সাফের শিরোপা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে শুরুর একাদশে মাঠে নামাননি কোচ। তা নিয়ে আক্ষেপ ঝড়ে ম্যাচ সেরা মনিকা চাকমার কন্ঠে। তবে, ভারতের বিপক্ষে ম্যাচে আর কোনো পরীক্ষা-নিরিক্ষা নয়, অভিজ্ঞদেরই মাঠে নামানোর পরিকল্পনা।
কেননা, পা ফসকালেই যে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। গ্রুপের প্রথম ম্যাচে আগেই ভারতের কাছে পাকিস্তান বড় ব্যবধানে হেরে যাওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলেও সুযোগ থাকবে সাবিনাদের। ম্যাচে ড্র অথবা কমপক্ষে দুই গোলের ব্যবধানে হারলেও, সেমিফাইনালে চলে যাবে লাল সবুজরা।
আর ভারতের বিপক্ষে জিতলে সেমির টিকিট নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অতীতে ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি থাকলেও, এবারে যে কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা মানছেন ফুটবলাররাও।বাংলাদেশের ফুটবলার কোহাতি কিসকু বলেন, 'ভালো অনুশীলন করেছি আমরা। (কোচ) আমাদের পজিশন নিয়ে কাজ করেছে। জেতার জন্যই আমরা খেলব। চেষ্টা করব আমরা ভালো কিছু করার।'
এদিকে, বাংলাদেশ দলকে সমীহ করছেন ভারতীয় কোচও। গেলো সাফে লাল সবুজের বিপক্ষে হারায় এবার বেশ সাবধানী অবস্থানে টিম ইন্ডিয়া। তবে, জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী প্রতিপক্ষ দলের কোচ।ভারতের কোচ সন্তোষ কাশিয়াপ বলেন, 'আমি এই দলের সঙ্গে ২০২১ সালে যুক্ত হয়েছি। দলে বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা আগেও খেলেছে। বাংলাদেশেও অভিজ্ঞ কিছু খেলোয়াড় রয়েছে। আশা করি ভালো কিছুই হবে।' তবে, ভারত শক্তিশালী দল হলেও, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স