ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কোন দুই ক্রিকেটারকে ধরে রাখবে বেঙ্গালুরু?

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন
কোন দুই ক্রিকেটারকে ধরে রাখবে বেঙ্গালুরু? ছবি:সংগৃহীত
আসন্ন আইপিএলে একমাত্র বিরাট কোহলিকে সরাসরি দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমে। যদিও ভিন্ন কথা বলছে অন্য কয়েকটি মিডিয়া। তাদের দাবি, কোহলির সঙ্গে রিটেইন করা হতে পারে মোহাম্মদ সিরাজকেও। এছাড়া, এবার আরও বেশি সংখ্যক স্থানীয় ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করতে কর্ণাটক সরকারের পক্ষ থেকে নাকি চাপের মুখে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে।ক্রিকেট বিশ্বে সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সবচেয়ে অভাগা দল বললে হয়তো ভুল হবে না। এখন পর্যন্ত ৩ আসরে ফাইনাল খেললেও শিরোপার স্বাদ নিতে পারেনি দলটি।


প্রতি মৌসুমে নিলামে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে বড় বড় তারকাকে দলে ভেড়ায় আরসিবি। সুযোগ থাকে ৬ জন ক্রিকেটারকে রিটেইন করার। প্রতি আসরেই সে কোটা পূরণ করে বেঙ্গালুরুর দলটি। গত আইপিএল নিলামে আলজারি জোসেফ, জশ দয়াল, লকি ফার্গুসনদের উপর আস্থা রেখেছিলো আরসিবি। তবে এবার ভিন্ন কৌশলে হাঁটতে যাচ্ছে ফ্র্যাঞ্জাইজিটি।

এবারের আসরে ৬ জনের পরিবর্তে মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেইন করবে আরসিবি। এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। যেখানে বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজকেই এগিয়ে রাখছে সবাই।

তবে ভারতীয় কিছু গণমাধ্যমের বরাতে জানা যায়, সিরাজ নয়, শুধু কোহলিকেই সরাসরি দলে নেবে রয়েল চ্যালেঞ্জার্স। আর যদি শুধু বিরাটকে রিটেইন করে তারা, তাহলে ১০২ কোটি রুপি খরচ করতে পারবে অকশনে। এতে ২০২৫ আইপিএলে সর্বোচ্চ রুপি খরচের সুযোগ থাকবে আরসিবির।

২০২১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবার শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই ফ্র্যাঞ্জাইটির। তাকে ছেড়ে নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করতে চায় দলটি। এছাড়া, আরসিবির গত আসরের অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। যদি তাকে বেঙ্গালুরু না রাখে, তাহলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যেতে পারে ডু প্লেসিকে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়েও নাকি এবার আগ্রহ নেই বেঙ্গালুরুর।

এদিকে, বর্তমান দলে রয়েছেন বেঙ্গালুরুর লোকাল দুই ক্রিকেটার বিজয় কুমার ও মানজ ভান্ডেগে। তবে এবার বাড়তে পারে সে সংখ্যা। ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৫ আইপিএল অকশনে বেঙ্গালুরুর স্থানীয় খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে নাকি চাপ দিচ্ছে কর্নাটক সরকার। তাই এবারের মৌসুমে আরসিবিতে দেখা যেতে পারে বেঙ্গালুরুর লোকাল আরও কিছু নতুন মুখ। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ