গান আমার স্বপ্ন
গান আমার রক্তের সাথে মিশে আছে,কণ্ঠশিল্পী মামুন
বিনোদন রিপোর্টার
আপলোড সময় :
২৪-১০-২০২৪ ০৫:০৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৪ ০৫:১৬:৪৮ অপরাহ্ন
বিনোদন রিপোর্ট/এসএম সোহেল: গান আমার রক্তের সাথে মিশে আছে,মরার আগ পর্যন্ত গান গেয়ে যাবো, কথাগুলো সময়ের পরিচিত মুখ কন্ঠশিল্পী মামুনের। যিনি স্টেজ ও মৌলিক গানে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন, এই প্রতিবেদককের সাথে একান্ত আলাপকালে সঙ্গীত নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথাগুলো শেয়ার করলেন এই কণ্ঠশিল্পী। নাম কন্ঠশিল্পী মামুন, পুরো নাম মোঃ শফিকুল ইসলাম মামুন। জন্ম ও বেড়ে উঠা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামে। ছোট বেলা থেকেই মনের অজান্তে গুনগুনিয়ে গান গেয়ে উঠা এই শিল্পীর শৈশব থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে একজন জনপ্রিয় কন্ঠশিল্পী হবেন। কারন মামুন গানকে ধারণ করেছে পরিবারিক পরিমন্ডল থেকে, তার দাদা স্থানীয় গানের ওস্তাদ সদু ছিলেন এলাকার একজন জনপ্রিয় গানের ওস্তাদ,এছাড়া তার বাবা সিরাজুল ইসলাম ও ছিলেন একাধারে একজন নাট্যকার ও একজন কণ্ঠশিল্পী। মামুন স্থানীয় একাডেমিতে প্রথম গান শিখেন,পরবর্তীতে এলাকার বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন এই শিল্পী। ফোক গান ও বাউল গানের প্রতি ছিল তার আলাদা ভালোবাসা। কণ্ঠশিল্পী মামুন লালনের বেশ কয়েকটি জনপ্রিয় গান কাভার করেছেন,এর মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে বেশ জনপ্রিয়তা। খুব শিঘ্রই নিজের মৌলিক গান নিয়ে শ্রোতাদর্শকের সামনে হাজির হবেন এই শিল্পী, এবং ভালো ভালো লেখা ও সুরের গান গান দিয়ে শ্রোতাদের মাঝে বেঁচে থাকতে চান এমনটাই এই প্রতিবেদককে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। গান নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা জানতে চাইলে মামুন আরো বলেন, আমি সঙ্গীত পরিবারের সন্তান, তাই গান আমার রক্তে প্রবাহিত। তবে এখন যে গানের ধারাটা যাচ্ছে মনে হচ্ছে প্রতিযোগিতার ভিতরে আছি সারাক্ষণ। তাদের ভিতরে টিকে থাকাটা আসলে অনেক দায় ,তবু ও গানের সাথেই আছি এবং থাকবো। তিনি আরো বলেন, গানকে আমার মনে প্রাণে ধারন করেছি। সবাই দোয়া করবেন যেন আরো ভালো গান গাইতে পারি।ভালো ভালো গীতিকার ও সুরকারের গান করতে পারি এটাই আমার স্বপ্ন।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স