ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বাঁশী আমার জিবন

বাঁশীর যাদুকর,বংশীবাদক খোকন

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৫:০৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৫:১৬:৩৫ অপরাহ্ন
বাঁশীর যাদুকর,বংশীবাদক খোকন
বিনোদন রিপোর্ট/এসএম সোহেল: সময়ের ব্যস্ততম বংশীবাদক খোকন, যিনি একাধারে সমান তালে কাজ করছেন স্টেজ শো, মৌলিক গান রেকর্ডিং এ। এবং বাঁশী বাদক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন ইতিমধ্যে। কাছের অনেকে মানুষ তাকে চিনেন বাঁশীর যাদুকর হিসেবে। বংশীবাদক খোকনের পুরো নাম মোঃ আঃ রহমান খোকন। তার জন্ম ও বেড়ে উঠা বরগুনা জেলার সদর উপজেলার রায়ের তবক গ্রামে। ছোটবেলা থেকেই প্রিয় মানুষটি গানের প্রতি ছিলেন বেশ দুর্বল, তাইতো গুনগুনিয়ে মাঝেমধ্যে তিনি গান ও করতেন, এবং স্বপ্ন দেখতেন একদিন গানের পাশাপাশি বাঁশী বাজানোর মাধ্যমে সবার ভালোবাসা কুড়াবেন। তাইতো সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তার প্রিয় বাঁশীকে। বর্তমানে খোকনের জীবন তার বাঁশীর সাথে মিশে আছে, বাঁশি নিয়ে সারা জীবন থাকতে চান তিনি। সারা দেশে তিনি তার বাঁশির সুর ছড়িয়ে দিতে চান। এছাড়া দেশের অসংখ্য গুনি মিউজিশিয়ান এর মধ্যে খোকন অন্যতম। মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া প্রিয় মানুষটি গান চর্চার পাশাপাশি বাঁশী বাজানোকে নিজের সখ হিসেবে নিয়েছিলেন, কিন্তু আজ এই বাঁশী বাজানোটাই তার পেশা। পালাগান,লোকগান ও বাউল গানের সাথে খোকনের বাঁশী মানেই ভিন্ন এক মূর্চ্ছনা। জানতে চাইলে খোকন আরো বলেন, সংগীত আমার জিবন, তাই প্রতিনিয়ত সংগীত আমাকে টানে, এছাড়া আমি ছোটবেলা থেকে গুনগুনিয়ে নিয়ে গান করতাম, এবং সুযোগ পেলেই বাঁশী বাজাতাম, আমৃত্যু সংগীতের সাথে থাকতে চাই। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ