ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গানই আমার জিবন

গান আমার জিবনের সাথে মিশে আছে,রাব্বি সরকার

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৫:১০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৫:১৪:৫০ অপরাহ্ন
গান আমার জিবনের সাথে মিশে আছে,রাব্বি সরকার
বিনোদন রিপোর্ট/ এসএম সোহেল: ছোটবেলা থেকেই আমি ছিলাম গান পাগল এক মানুষ,রেডিও টিভিতে গান শুনে গুনগুন করে গান গাওয়া ছিল নিত্যদিনের রুটিন,তাইতো গান যেন আমার জিবনের একটা অংশ। কথাগুলো সময়ের জনপ্রিয় ও সবার প্রিয় মুখ বাউল শিল্পী রাব্বি সরকারের। এই প্রতিবেদকের সাথে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তার পুরো নাম রাব্বি সরকার, জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোছামারা গ্রামে। ছোট বেলা থেকে গানের প্রতি বেশ ঝোঁক ছিল রাব্বি সরকারের,তাইতো বন্ধুরা তাকে গান পাগল রাব্বি নামেই ডাকতো। রাব্বি সরকার গানের প্রথম তালিম নেন ওস্তাদ আহাম্মদ হোসেনের হাত ধরে,পরবর্তীতে গান শিখেন ওস্তাদ এআর জসিম খানের কাছে। ছোট বেলা থেকে এলাকার বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন এই শিল্পী। বর্তমানে বাংলাদশের বিভিন্ন জেলায় তিনি গান করেন এবং পাশ্ববর্তী দেশ ভারতে ও তিনি গান করেন। রাব্বি সরকার বাউল গান,পালাগান,বিচারগান ও কাওয়ালী গান করেন, এবং বায়োলিন বাজিয়ে তিনি স্টেজে গান করেন।

এবং অল্প সময়ে তিনি গানের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন। রাব্বী সরকারের নিজের লেখা মৌলিক গানের মধ্যে রয়েছে, বন্ধুর প্রেমে এতো জ্বালা,কলমের কালি যদি শেষ হয়ে যায়,ভাবতে বড় অবাক লাগে,আমার জীবনে শুধু তুমি অন্যতম।

গান নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে রাব্বি সরকার আরো বলেন,বাউল গান আমার রক্তে মিশে আছে,আমৃত্যু গানের সাথে আছি থাকবো,বাংলা গানকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই আমার কন্ঠের মাধ্যমে, সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ