ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ওয়াশিংটন পোস্টের নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৬:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৬:৫১:২৮ অপরাহ্ন
ওয়াশিংটন পোস্টের নামে ড. ইউনূসকে নিয়ে ভুয়া প্রতিবেদন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।



সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।‘জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কয়েক হাজার সামরিক সদস্যকে চাকরিচ্যুত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ড. ইউনূস’ শিরোনামের ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েকদিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে। ওই ছাত্র সংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।
 
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে রাষ্ট্রপতির দেয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ