বরগুনার বেতাগীর কিসমত করুনা এলাকায় ঝড়ে গাছ পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাছের নিচে চাপা পড়ে মারা যান তিনি।
নিহত আশরাফ আলী (৬০) বেতাগী সদর ইউনিয়নের করুনা গ্রামের বাসিন্দা।বেতাগী থানার ওসি একরামুল হক জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার সকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। ১০টার দিকে বেতাগী শহরে যাওয়ার পথে কিসমত করুনা এলাকায় রাস্তার পাশের একটি গাছ উপড়ে আশরাফ আলীর ওপর পড়ে।
এসময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।