গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডার্ড কম্পোজিটের কারখানার ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিক-কর্মকর্তারা সমাবেশ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার উপজেলার বাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়া বাড়ি এলাকায় সকাল থেকে ডার্ড কম্পোজিট কারখানার প্রধান
ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছে শ্রমিকরা। শ্রমিকরা জানান, গত দুই থেকে তিন মাস যাবত বকেয়া বেতনের দাবিতে আমরা আন্দল করে আসছি। পরে গত ২২ নভেম্বর শ্রমিক, মালিক, কর্মকর্তা সহ শ্রমিক নেতাদের সমন্বয়ে একটি চুক্তি হয়।
চুক্তিতে বলা হয় ৩০ নভেম্বর আমাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকী ৩ মাসের বকেয়া বেতন তিন কিস্তিতে পরিশোধ করা হবে। এই আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে যাই। পরে ৩০শে নভেম্বর কারখানার সামনে বেতনের জন্য গেলে দুই মাসের মোট ১২ কোটি টাকা থেকে ২ কোটি টাকা বেতন দেওয়া হলে বলে জানিয়েদেন কারখানা কর্তৃপক্ষ। এবং এই বিষয়ে শ্রমিক
নেত্রী মরিয়ম, রুবি, লাবলি মালিকদের সাথে গোপনে একটি চুক্তি করেন। কিন্তু এ চুক্তির করার সময় আমাদের শ্রমিক পক্ষের কাউকে জানানো হয়নি। তাই আমরা এই চুক্তি মানি না, আমাদের আগের চুক্তিতেই বেতন দিতে হবে। এই দুই কোটি টাকা আট হাজার শ্রমিকের কিছুই হবে না।
সুইং অপারেটর মাহমুদা আক্তার জনন, আমাদের সাথে প্রথম যে যুক্তি হয়েছে সে যুক্তি অনুযায়ী বকেয়া বেতন দিতে হবে। তা না হলে আমরা পুনরায় আবার আন্দোলন করবো। এব্যাপারে কারখানার মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার ( শ্রীপুর জোন) এর মুন্সী আছাদুল্লাহ্ জানান,
শ্রমিকদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain