ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

নোয়াখালীতে ট্যাক্টর চাপায় ছাত্রের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১০:০২:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১০:০২:২৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে ট্যাক্টর চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীর সদরের নেয়াজপুরে দ্রুতগামীর ট্যাক্টর চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা ছুটি হলে সিফাত তার সহপাঠীদের সাথে বাড়ির উদ্দেশ্যে বের হয়। এসময় পথে তাকে একটি ট্যাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ওই চালক পলাতক।

সুধারাম থানার উপ-পরিদর্শক রেজাউল করিম চৌধুরী জানান, এ ঘটনায় খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ