ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কীভাবে সাংবিধানিক পথে গেল দেশ, যা বলল আসিফ নজরুল

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১০:২১:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১০:২১:৫৯ পূর্বাহ্ন
কীভাবে সাংবিধানিক পথে গেল দেশ, যা বলল আসিফ নজরুল
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ কীভাবে সাংবিধানিক পথে গেল, তার ব্যাখ্যা দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোই সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে। যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা আন্দোলনে থাকা সবার ভুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথম যে মিটিংটা ছিল, সেখানে দেখি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, কেবল আওয়ামী লীগ আর তার দোসররা ছাড়া। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজত, গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল, জাতীয় পার্টির তিনটি অংশ— সবাই ছিল। সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে।’

আসিফ নজরুল বলেন, এই যে পুরো আলোচনা প্রক্রিয়ায় কেউ তো তখন বলেন নাই যে আমরা কেন শপথ নেব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি?

আসিফ নজরুল আরও বলেন, সাংবিধানিক পথে যাওয়া দোষের ব্যাপার নয়। তখন এমন একটা পরিস্থিতি ছিল যে খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো পরিবেশ ছিল না। আর যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।

উৎকৃষ্ট গণতন্ত্র চাইলে কিছু সংস্কার করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, জীবন বিপন্ন হলো, অঙ্গহানি হলো, তারা কি ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য। কাজেই আমাদের শুধু নির্বাচন করলে চলবে না। আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন বিচার বিভাগ স্বাধীন থাকে, বিরোধী দল সংসদে ভূমিকা রাখতে পারে, প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হতে না পারে।

এ সময় আরও বক্তব্য দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, সাংবাদিক মনির হায়দার, সাংবাদিক সাহেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ