ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১০:৩৩:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১০:৩৩:৫১ পূর্বাহ্ন
শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জের চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী লুৎফা বেগমকে (৬৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পান্না বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। লুৎফা বেগমকে হত্যার পর তিনি নিজে আত্মহত্যা করার জন্য নিজের গলায় ছুরিকাঘাত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পান্না নামের ওই নারী সাবেক চেয়ারম্যান রফিক বালার ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ লুৎফা বেগমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন পান্না। এতে লুৎফা বেগম ঘটনাস্থলে মারা যান। এরপর আত্মহত্যা করার জন্য নিজের গলায়ও আঘাত করে পান্না। পরে স্থানীয়দের চিৎকার পেয়ে আহত অবস্থায় পান্না নামের ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ