ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসেই বিদায়: নুরুল হক নুর

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৮:০৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৮:০৪:৪১ অপরাহ্ন
ছাত্রনেতাদের কথায় চললে ছয় মাসেই বিদায়: নুরুল হক নুর

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কতিপয় ছাত্রনেতাদের কথায় রাষ্ট্র পরিচালনা করলে ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে দোয়া, স্মৃতিচারণ ও সমাবেশ এসব কথা বলেন তিনি। 

এসময় নুর বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সরকার সব প্রত্যাশা ও দাবি পূরণে ব্যর্থ। একই সঙ্গে জাতীয় সরকার গঠন না করায় এই সরকার পদে পদে বাধার মুখে পড়ছে। 

তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করলো কিনা সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে, রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর। আওয়ামী লীগ একটা কালসাপ। তাই এই দেশে এদের রাজনীতি করতে দেওয়া যাবে না। 

বর্তমান রাষ্ট্রপতি দেশের জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য করে নূর বলেন, তার (রাষ্ট্রপতির) পদত্যাগ প্রয়োজন। এ সময় আগামী এক মাসের মধ্যে শহীদ পরিবারকে এক কোটি টাকা করে এবং আহতের ৫০ লাখ টাকা দিয়ে সহযোগিতা দেওয়ার দাবি জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ