সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলা, কী বলল ইরান
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৬-১০-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
ইসরাইলের বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।
ইরানের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, ইসরাইলের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কিছু জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।
এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (২৬ অক্টোবর) সকালে ইরানে হামলার সমাপ্তি টানার ঘোষণা দেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তির সিদ্ধান্তে পৌঁছেছি।’
হাগারি বলেন,‘ আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স