ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গানই আমার জিবন

গান আমার রক্তের সাথে মিশে আছে,হৃষিকেষ রকি

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৭:৪১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৮:৪৭:০৫ অপরাহ্ন
গান আমার রক্তের সাথে মিশে আছে,হৃষিকেষ রকি
বিনোদন রিপোর্ট/এসএম সোহেল: আমার মায়ের অনু্প্রেরণায় আমি গানে আসি, পারিবারিক ভাবে গান আমার রক্তের সাথে মিশে আছে,মরার আগ পর্যন্ত গানের সাথে আছি থাকবো। কথাগুলো অডিও পাড়ার পরিচিত মুখ ও বেশ কয়েকটি জনপ্রিয় গানের কম্পোজার হৃষিকেষ রকির। যিনি স্টেজশো ও গানের কম্পোজিশনে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন, এই প্রতিবেদককের সাথে একান্ত আলাপকালে সঙ্গীত নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথাগুলো শেয়ার করলেন এই সঙ্গীত ব্যাক্তিত্ব। পুরো নাম হৃষিকেষ রকি জন্ম ও বেড়ে উঠা নারায়ণগঞ্জ জেলার সদর থানায়,শৈশব পেরিয়ে মা রিতা রানীর কাছে ছোট বেলায় সঙ্গীতের হাতেখড়ি তার। স্থানীয় একাডেমিতে মাত্র ছয় বছর বয়সে গানের পাশাপাশি তবলা শিখেন তিনি, এবং বসন্ত বাহার একাডেমিতে তবলা ও কিবোর্ডে তালিম নেন। পরবর্তীতে ঢাকায় গানের টিচার টিটু চক্রবর্তী ও আজিজুর রহমান টিংকুর কাছে কিবোর্ড রপ্ত করেন এই মিউজিশিয়ান। হৃষিকেষ রকি ২০১৭ইং সালে বাংলাদেশ টেলিভিশন(বিটিভির) একটি গানের প্রজেক্টের মাধ্যমে একজন কম্পোজার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন,প্রোগ্রামটিতে চারজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গান করেন। ওরফেজ এর ভোকালিস্ট মিজান ও চিরকুট ভোকালিস্ট পিন্টু,ফারজানা রুপা ও সুকন্যার গানের মাধ্যমে সঙ্গীতের দ্বিতীয় ধাপে একজন কম্পোজার হিসেবে পদার্পণ করেন। এর আগে দেশের জনপ্রিয় শিল্পীদের সাথে দেশ ও দেশের বাহিরে স্টেজ প্রোগ্রাম সহ টেলিভিশন লাইভ এবং গানের প্রোগ্রামে নিয়মিত ছিলেন রকি,এবং একজন জনপ্রিয় কি-বোর্ড বাদক হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দেন। এপর্যন্ত শতাধিক গান কম্পোজিশন করেছেন রকি। এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে তার কম্পোজিশনে প্রায় দেড় শতাধিক মৌলিক গান। রকির কম্পোজিশনে নিজের কন্ঠে বেশ কয়েকটি মৌলিক গান নিয়ে বর্তমানে ব্যস্তসময় পার করছেন এমনটাই জানিয়েছেন এই জনপ্রিয় কম্পোজার। রকির কম্পোজিশনে বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে রয়েছে 'হৃদয়ে লাগে ব্যাথা' নাটকের 'হঠাৎ করে মনে পড়ে' গানটি। গানটি গেয়েছেন চৈতি মনথিং। গান নিয়ে স্বপ্ন কি? এমন প্রশ্নে রকি আরো বলেন,গান আমার পারিবারিক শিক্ষা, আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন গান করি, তাই মায়ের দোয়া ও সবার ভালোবাসা নিয়ে হাঁটি হাটি পা করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলছি,সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি,আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ