শ্রীপুরে ইঁদুরের বিষ খেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
মোঃ রোকনুজ্জামান খান
আপলোড সময় :
০২-১২-২০২৩ ০২:৫২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৩ ০৩:০০:৫৬ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকালে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল ছাত্র।
নিহত স্কুল ছাত্র সুমন মিয়া (১৬) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের মুদি দোকানী রানা মিয়ার ছেলে। তার বাবা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের সবুজ খানের মার্কেটে মুদি দোকান পরিচালনা করতেন।
সে তার বাবার সাথে থেকে স্থানীয় হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করতো। নিহত স্কুল ছাত্রের বাবা রানা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার বিকালে খালি বাসায় ঘরের দরজা বন্ধ করে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে সে বিষপান করলো এবিষয়ে আমরা কিছু জানতে পারি নাই।
হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান স্বজল বলেন, নিহত স্কুল ছাত্র সুমন ২০২৪ সালের এএসসি পরিক্ষার্থী ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ জাকিরুল ইসলাম বলেন, বিষক্রিয়ায় ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, এবিষয়ে নিহতের স্বজনরা এখনও পুলিশকে অবহিত করেনি। খোঁজ নেয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স