পারিবারিক কলহে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ
আপলোড সময় :
২৭-১০-২০২৪ ১১:২০:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৪ ১১:২০:২৮ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হত্যার পর আলামত গোপন করে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটকও সাজান স্ত্রী জান্নাতুল নাঈম।
শুক্রবার রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের কামরুল হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত জান্নাতুল নাঈমকে আটক করেছে।
নিহত এজাহার উদ্দিন বাবলা (১৯) সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন। একবছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে জান্নাতুল নাঈমকে বিয়ে করেন বাবলা।
বাবলার পাশের ঘরের ভাড়াটিয়া রবিউল ইসলাম জানান, ওই দম্পতি এক সপ্তাহ আগে এই বাসায় আসেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের রুমে নিয়ে যান। আমরা গিয়ে দেখি বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন যে, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের ভাই রায়হান উদ্দিনের অভিযোগ, তার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে অভিযুক্ত জান্নাতুল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রায়হান বাদী হয়ে লালমাই থানায় মামলা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স