রিয়ালকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিলো বার্সা
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৭-১০-২০২৪ ১১:২৪:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৪ ১১:২৪:৪৫ পূর্বাহ্ন
১৩ মাস ধরে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদকে অবশেষে মাটিতে নামালো বার্সালোনা। টানা চার ক্লাসিকো হারের পর প্রথমবার মাদ্রিদকে হারালো বার্সা। ২০২৩ সালের মার্চের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেলো লেভানডোভস্কিরা।
শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর এদিন মাত্র তিন মিনিটে দুই গোল করেন লেভানডোভস্কি। ৫৪তম মিনিটে সতীর্থ মার্ক কাসাদোর দারুণ পাস থেকে পোলিশ স্ট্রাইকার বল জড়ান জালে। তিন মিনিট পর আবারও হেডে এনে দেন দ্বিতীয় গোল। এই মৌসুমে ১৬ ও ১৭ নম্বর গোল করার পর তার হ্যাটট্রিকের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।৭৭তম মিনিটে লামিনে ইয়ামাল স্কোর ৩-০ করেন। ১৭ বছর বয়সী তারকা আড়াআড়ি শটে গোলকিপার আন্দ্রি লুনিনকে পরাস্ত করে ক্লাসিকোর সর্বকনিষ্ঠ গোলদাতা হন।
এরপর বার্সার গোল উৎসবে যোগ দেন রাফিনহা। ম্যাচের ৮৪তম মিনিটে রিয়েলের জালে আবারও বল জড়ান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।এদিকে বার্সেলোনার বিপক্ষে প্রথম ম্যাচে রিয়াল সমর্থকদের হতাশ করলেন এমবাপ্পে। ২-০ গোলে পেছনে পড়ার পর কাতালান ক্লাবের গোলকিপার ইনাকি পেনাকে একা পেয়েও ব্যবধান কমাতে পারেননি তিনি।
লা লিগায় ১১ ম্যাচ শেষে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে বাড়ালো বার্সা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ দিয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো তারা। আর ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স