সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৭-১০-২০২৪ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৪ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।
তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স