ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হামলা নিয়ে ইসরাইলের দাবি উড়িয়ে দিলো ইরান

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১০:৫১:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১০:৫১:২৮ পূর্বাহ্ন
হামলা নিয়ে ইসরাইলের দাবি উড়িয়ে দিলো ইরান ছবি:সংগৃহীত

ইরানের হামলার প্রতিশোধের জবাবে ঘটা করে আয়োজন করেছিলো ইসরাইল। শনিবার রাতে সিরিয়ায় মার্কিন ঘাঁটি আর ইরাকের আকাশ ব্যবহার করে ইরানের দিকে প্রায় একশ যুদ্ধবিমানও উড়িয়েও ছিলো ইসরাইল। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষার দাপটে মাত্র তিন ঘণ্টাতেই ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে ইসরাইলের যুদ্ধবিমানগুলো। 

ইরানের তেমন কোন ক্ষতি করতে না পারলেও ইসরাইল ও পশ্চিমা মিডিয়াগুলো পুরনো বিভিন্ন হামলা ও দুর্ঘটনার ছবিকে ইরানে হামলার ছবি ও ভিডিও বলে চালানোর অপচেষ্টা করেও সফল হয়নি। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ দোসর আমেরিকাও মিন মিন গলায় বলেছে, হামলা হয়েছিলো বটে, তবে সেসব শুধুই ছিলো অনেকটা প্রতীকী। তবে আমেরিকার আশা করছে, ইসরাইল আর হামলা চালাবে না। 

আমেরিকান মিডিয়াসহ নিজ দেশের রাজনৈতিক মহলে ইসরাইলের হামলা নিয়ে হাসি ঠাট্টা আর সমালোচনা হলেও তেল আবিবের কর্তা বেনিয়ামিন নেতানিয়াহু গলার স্বর চড়িয়েছেন। তিনি দাবি করেন, হামলা হয়েছে নিখুঁত। তাদের সব উদ্দেশ্যেই হাসিল হয়েছে। ইরানের যা যা ধ্বংস করার পরিকল্পনা ছিলো, তার সবগুলোই অর্জিত হয়েছে। ইরান পাল্টা দিলে খবর আছে বলেও গর্জন করেছেন মধ্যপ্রাচ্যের এই কসাই। এমন পরিস্থিতিতে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের চার সেনার মৃত্যু হয়েছে। ইরান বলছে, দেশটির ২০ স্থানে ইসরাইলের হামলার খবর একবারেই মিথ্যা। দেশটির এ হামলাকে ‘দুর্বল’ আখ্যা দিয়েছে তেহরান। ইরান আরও জানিয়েছে, ইসরাইলের শতাধিক বিমান হামলার দাবিটিও সত্য নয়। ইরানের তাসনিম নিউজ রোববার এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে। 

ইরান জানিয়েছে, ইসরাইল যে দাবি করেছে তার চেয়ে ইহুদিবাদীদের হামলার মাত্রা আরও অনেক কম। আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অল্প। আরেকটি বড় বিষয়, তেহরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কোনো সামরিক ঘাঁটিকে এ হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। উত্তেজনা বাড়াতে ইসরাইলের অপরাধী সরকার শনিবার ভোরে তেহরান, খোজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা করেছে।

তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারকৃত সামরিক বাহিনীর বিবৃতিতে যেসব জায়গায় হামলা হয়েছে, তার ছবি প্রকাশ করা হয়নি। হতাহতের কথাও জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সক্ষম হয়েছে।

দেশটির গণমাধ্যম ইরনা নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের এ হামলার সমালোচনা করেছে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইয়েমেন ও কাতার। 

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী স্থাপনা, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো হামলা সম্পন্ন হয়েছে এবং এই হামলার নাম দেওয় হয়েছে ‘ডে'স অব রেকনিং’।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন মিত্রদের হামলা সম্পর্কে অবগত ছিল, তবে ইসরায়েইলি অভিযানকে ‘অনুশীলন’ হিসেবে বর্ণনা করে অংশগ্রহণ করেনি।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানে হামলায় অত্যাধুনিক এফ-৩৫'সহ শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। সিরিয়ায় রাডার লক্ষ্যবস্তুতে ইসরাইলের প্রাথমিক হামলার লক্ষ্য ছিলো, যাতে করে ইরানের সক্ষমতাকে ‘অন্ধ’ করে দেওয়া এবং এর পরপরই ইরানের রাজধানী তেহরান ও পাশের কারাজ শহরে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা করা।

আইডিএফ বলেছে, তারা ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনায় হামলা এড়িয়ে গেছে। কেননা প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালাতে পারে। প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে ইরানের সামরিক লক্ষবস্তুতে এই হামলায় এফ-৩৫ ‘আদির’ স্টিলথ ফাইটারসহ শতাধিক যুদ্ধবিমানকে কাজে লাগানো হয়েছে।

তবে ইসরাইলের হামলার বিষয়ে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, আমরা নিশ্চিত করতে পারি যে এরমধ্যে বেশিরভাগই ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয়। প্রশ্ন হচ্ছে এগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে- ইসরাইল নাকি অন্য কোথাও থেকে? কারণ, সাধারণত এই মানের ড্রোনের রেঞ্জ দীর্ঘ হয় না।ইরানের দাবি, ইসরাইলি হামলা তারা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। ইরানে ইসরাইলের হামলাকে ‘ভুল হিসাব-নিকাশ’ উল্লেখ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, দুই রাত আগে ইহুদিদের (ইসরাইল) চালানো হামলাকে বাড়িয়ে বা কমিয়ে দেখার সুযোগ নেই।

উল্লেখ্য, ১ অক্টোবর ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ২০০ মিসাইল ছুড়েছিল ইরান। এসব মিসাইলের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে এই হামলা বলে জানিয়েছিল তেহরান।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ