ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রাষ্ট্রদূত মুশফিককে মিলারের অভিনন্দন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১১:০৪:৩৯ অপরাহ্ন
রাষ্ট্রদূত মুশফিককে মিলারের অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

জাগো নিউজকে মুশফিকুল ফজল আনসারী জানান, রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব নেওয়ার আগে শেষ কর্মদিবসে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি সাংবাদিক মুশফিকুল ফজলকে (আনসারি) অন্তর্বতী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এরই মধ্যে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের নিমিত্তে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ