ব্যালন ডি’অর নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৯-১০-২০২৪ ১১:১৪:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৪ ১১:১৪:১৯ পূর্বাহ্ন
এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গেল কয়েক মাস ধরেই সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী হিসেবে গণমাধ্যমে বারবারই উঠে এসেছে এই রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকার নাম। কিন্তু শেষের নাটকীয়তায় সবকিছু এলোমেলো হয়ে যায়। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ফাঁস হয়ে যায় বিজেতার নাম।
সোমবার বিকেলে ফাঁস হওয়া খবরে জানা যায়, ভিনিসিয়ুস নন, ব্যালন ডি’অর জিততে চলেছেন স্পেনের রদ্রি। এমন খবর পেয়ে প্যারিস থিয়েটার দু সাতেলের অনুষ্ঠান বয়কট করে রিয়াল। স্প্যানিশ লা লিগার ক্লাবটি জানায়, প্যারিসে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। যে কারণে অনুষ্ঠােনে আসেননি ভিনিও।
পরবর্তীতে রাত ১টায় পুরস্কার ঘোষণা হলে নিশ্চিত হওয়া যায়, রদ্রিই জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ভোটাভুটিতে দ্বিতীয় ঘোষণা করা হয় ভিনিকে। এরপর পুরস্কারদাতাদের বিরুদ্ধে বর্ণবাদ ও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন অনেক ফুটবলভক্ত।
পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পর নিরবতা ভাঙেন ভিনিসিয়ুস। নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন তিনি। পোস্টে ভিনিসিয়ুস দাবি করেন, আসলে তাকে পুরস্কার দিতে চায়নি কর্তৃপক্ষই।
ভিনি লেখেন, ‘দরকার হলে এই কাজ আমি ১০ বার করতে প্রস্তুত। কিন্তু তারা প্রস্তুত নয়।’
ব্রাজিলিয়ান এই তারকার টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ভিনির পোস্টের ব্যাখ্যা দেন রিয়ালের ম্যানেজমেন্ট।
ভিনির ম্যানেজমেন্ট ভাইরাল টুইটের ব্যাখ্যায় বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, পোস্টটি বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করেছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বর্ণবাদই তাকে পুরস্কার জিততে দেয়নি। বলেছেন যে, ‘ফুটবল বিশ্ব প্রস্তুত নয়’। এমন একজন খেলোয়াড়কে গ্রহণ করুন যিনি সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স