ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মানবিক বাউল সংগঠন

শেফালী সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে 'বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন '

আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৭:১০:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৭:১৭:৪৪ অপরাহ্ন
শেফালী সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে 'বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন '
বিনোদন রিপোর্ট: বাউল শিল্পী শেফালী সরকারের নেতৃত্বে দীর্ঘ বারো বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন । যেখানে রয়েছে এক ঝাঁক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বাংলাদেশ সহ বিশ্বময় বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ইতিমধ্যে সাড়া ফেলেছে এই সংগঠনটি। এই সংগঠনে রয়েছে বাউল শিল্পী শেফালী সরকার ছাড়া বাউল বীনা সরকার,রানী শেখ এলিজা,মোঃ শাহিন হোসেন,মোঃ হোসেন,বাউল শিল্পী রাব্বি সরকার, মোঃ আব্দুল রহমান ( খোকন),মোঃ শফিকুল ইসলাম(মামুন)সহ আরো অনেকে। সস্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে চ্যারিটি শোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি,এবং মানবিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান ইতিমধ্যে মজবুত করেছে এই সংগঠন। সারাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে লোকসংগীতকে আরো সমৃদ্ধি করার প্রত্যয়ে এগিয়ে চলছে এই বাউল দলটি। তারা বাউল গান,বিচার গান,জারী গান,সারি গান,মুর্শিদি, ভাটিয়ালি, ভাওয়াইয়া,পালা গান করে থাকেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ও তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষের মন জয় করেন। এছাড়া এই সংগঠনের শিল্পীদের কন্ঠে প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি এলবাম সহ মৈলিক গান। অদূর ভবিষ্যতে এই সংগঠনটি দেশ ও দেশের বাহিরে বাংলা লোকগানকে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর এমনটাই জানিয়েছেন শেফালী সরকার। জানতে চাইলে তিনি আরো বলেন,আমরা বাংলা গানের সাথে আমৃত্যু আছি থাকবো,বাংলা লোকগানকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা এগিয়ে চলছি আমরা। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ