ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নোয়াখালীতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ছবি:সংগৃহীত
 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ সময় ছাত্রদলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম (২৭) পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
 
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহেশপুর ও কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় দফায় দফায় এ পাল্টাপাল্টি হামলা হয়।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে মহেশপুরে জামায়াতের সমর্থক মো. সোহেলকে (৪০) ছাত্রদলের কিছু কর্মী মারধর করে। এরপর বিকেলে শিবিরকর্মী মো. রাশেদের ওপরও হামলা চালায় ছাত্রদল কর্মীরা। এর জেরে শিবির কর্মীরা কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম পায়ে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।
 
 
গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম বলেন, দুপুরের দিকে একই এলাকার মো. সোহেলকে ইয়াবা সেবনকালে ছাত্রদলের কয়েকজন হাতেনাতে আটক করে। এ সময় এলাকার মুরুব্বিরা তাঁকে হালকা মারধর করে তাঁর পরিবারের কাছে সোপর্দ করেন।’
 
ইব্রাহিম মাসুম আরও বলেন, সোহেল একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত ৫ আগস্টের পর তিনি স্থানীয় জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে চলাফেরা করেন। যার কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর পক্ষ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান।’
 
উপজেলা জামায়াতের আমির আবু জাহের বলেন, ছাত্রদলের কর্মীরা ৫ আগস্টের পর থেকে আমানউল্যাহপুরে তাঁদের অনেক নেতা-কর্মীকে মারধর করে। মঙ্গলবার বিনা কারণে মারধর করা হয় জামায়াতের সমর্থক মো. সোহেলকে ও শিবিরকর্মী মো. রাশেদকে (২৪)। হামলায় রাশেদ অচেতন হয়ে যান। তাঁদের কর্মীরা যখন রাশেদের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন তৃতীয় কোনো একটি পক্ষ ছাত্রদলের নেতা মাসুমের ওপর হামলা করে।’ তবে তারা শিবিরের কি না, তিনি এখনও নিশ্চিত হতে পারেননি।
 
 
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, কাঁচিহাটা বাজারে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ