ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

লক্ষ্মীপুর রামগঞ্জের ওমান প্রবাসী রায়হানের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১২-২০২৩ ০১:১০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৩ ০৯:৫৭:৩২ অপরাহ্ন
লক্ষ্মীপুর রামগঞ্জের ওমান প্রবাসী রায়হানের মৃত্যু ছবি:ভয়েস প্রতিদিন
অকালে ঝরে গেলো আরো এক প্রবাসীর প্রান,দিন বদলের চেষ্টায় আর ভাগ্য ঘোরানোর আশায় ধার দেনা  করে অল্প বয়সী ছেলেকে ওমানে পাঠান, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দশ নং ভাটরা ইউনিয়নের জাফর নগর উঃপাড়া পাটোয়ারী বাড়ি(বেপারী বাড়ি) আবুল কাশেম।

ছেলের মৃত্যুর খবরে দিশেহারা আবুল কাশেমের পরিবারে নেমে আসে শোকের ছায়া।২১ বছরের রায়হান ওমান গেছে প্রায় পাঁচ মাস হলো  ৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ মধ্যে রাতে খবর আসে রায়হান স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।ছেলের মৃত্যুর খবরে দিশেহারা তার বাবা, জ্ঞান হারা তার মা,কিছুই বলতে পারতেছে না।

রায়হানের চাচা আমান উল্লাহ জানান ,আমার ভাই আবুল কাশেম দিনমজুর কাঠমিস্ত্রির কাজ করে কোনমতে সংসার চালান।খুব কষ্ট করে কোন মতে চলছে তাদের জীবন। একটু দিন বদল আর ভাগ্য পরিবর্তনের জন্য প্রায় চার লক্ষ টাকা (৪,০০,০০০) টাকা ঋণ  করে ২১ বছরের ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। 

গত পাঁচ মাস হলো ছেলে ওমানে গেছে ,ছেলে বিদেশে থেকে টাকা পাঠাবেন ঋণ পরিশোধ করবে, বাবার সংসার চালাবে ,বাবার জীবনে সুখ আসবে কিন্তু সেই সুখ আর কপালে আসলো না তাদের।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ