ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৮:৪৫:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৮:৪৫:০৪ পূর্বাহ্ন
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি ও সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে মো. মহাসিন গাজী (৪৮)।

এছাড়া আহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পুষ্পকাটি এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

অন্যদিকে, জেলার তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. মহাসিন গাজী (৪৮) নিহত হন। এ সময় আহত হন সাইদুর ও জুলফিকার।

তালা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহিল আরিফ জানান, স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ