লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ২০ ছাত্রী হাসপাতালে
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩১-১০-২০২৪ ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-১০-২০২৪ ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার দুপুরে অসুস্থ শিক্ষার্থীদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। টিকা নেয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেয়া হচ্ছিলো। টিকা দেয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যান। এরপর একে একে ২০ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে। ২৪ অক্টোবর থেকে লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার এক হাজার ৬৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেয়া হচ্ছে এই টিকা।
শিক্ষার্থীরা জানান, টিকা দেয়ার পর বমি বমি ভাব ছিলো। এসময় মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স