মুক্তির আগেই নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’!
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
৩১-১০-২০২৪ ০২:১৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১০-২০২৪ ০৫:৫৩:২৬ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
রাত পোহালেই ভুলভুলাইয়া ৩’ মুক্তি পেতে চলেছে। ছবিটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেছে। ইতিবাচক সব খবরের মধ্যে সিনেমাটি পেল একটি দুঃসংবাদ। এই কাতারে যুক্ত হয়েছে সিংহাম এগেইন’ সিনেমাটিও। কারণ এই দুটি আসন্ন সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।
ছবি মুক্তির ঠিক আগেই সৌদি আরব প্রশাসনের তরফ থেকে জানানো হয়, সৌদি আরবে মুক্তি পাবে না সিংহাম এগেইন’ ও ভুলভুলাইয়া ৩’!
সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার আগেই দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে।
শুধু তাই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না সিংহাম এগেইন’ ও ভুলভুলাইয়া ৩’।
এদিকে ভারতজুড়ে ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে।
বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ টাকার উপর। তবে বিশেষজ্ঞদের মত, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে সিংহাম এগেইন’ ছবির ব্যবসা।
আরও পড়ুন: আবারও বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বীর-জারা’
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এদিকে অজয় দেবগনের সিংহাম এগেইন’ও আগামী ১ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স