ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন

কচুক্ষেতের ঘটনা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: শফিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৬:০৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৬:০৭:৩৮ অপরাহ্ন
কচুক্ষেতের ঘটনা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: শফিকুর রহমান ছবি:সংগৃহীত

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনার বিষয়ে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 তিনি।শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এ ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এটা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই।আজ সকালে কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনরত পোশাক শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটেল নিক্ষেপ করেন এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনার একপর্যায়ে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।এসময় কচুক্ষেতের মিলি সুপার মার্কেট এলাকায় আন্দোলনরত দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ