ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ত্বকের যত্নে হারল্যান স্টোরের স্কিন অ্যানালাইজার

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
ত্বকের যত্নে হারল্যান স্টোরের স্কিন অ্যানালাইজার ছবি:সংগৃহীত
ত্বকের ধরণ অনুযায়ী পরিচর্যা কেমন হওয়া উচিত- সে বিষয়গুলো বেশিরভাগ মানুষই জানে না। আর ত্বকের ধরণ যাচাই বা নির্ণয়ের যে পরীক্ষাগুলো আছে, বাংলাদেশের বাজারে তা এতদিন পর্যন্ত বেশ ব্যয়সাপেক্ষ হওয়াতে ইচ্ছা থাকা সত্ত্বেও স্কিন টেস্টের এই বিষয়টি পাশ কাটিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে সুখবর হল এই দিন শেষ। হারল্যান স্টোর নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে ত্বক পরীক্ষার সুবিধা।

ত্বকের ধরণ অনুযায়ী কেমন যত্নের প্রয়োজন, পরীক্ষার জন্য হারল্যান স্টোর নিয়ে এসেছে অত্যাধুনিক স্কিন অ্যানালাইজার মেশিন। এখন হারল্যান স্টোরে বিনামূল্যে ত্বকের পরীক্ষা করার পাশাপাশি এবং ত্বকের ধরন, আর্দ্রতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য অনুযায়ী সঠিক স্কিনকেয়ার পণ্যগুলো বেছে নেয়া যাবে।

বিশ্লেষণের পর হারল্যান স্টোরের বিউটি অ্যাডভাইজারেরা নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, সিওডিল কিংবা ডার্মো-ইউ ব্র্যান্ডের পণ্যগুলোর মধ্যে থেকে ত্বকের জন্য প্রয়োজনীয় সঠিক পণ্য সাজেস্ট করবেন। এই অনন্য সেবা পেতে হারল্যান স্টোরে যেতে হবে এবং ত্বকের যত্নে আধুনিক সমাধান নিশ্চিত করা যাবে।

স্কিনের কন্ডিশন না বুঝেই অনেকেই বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সময় লেগে যায় অনেকটাই। অনেক সময় বাঁধে বিপত্তিও। হারল্যান স্টোরে স্কিন অ্যানালাইজার মেশিনের মাধ্যমে একদম ফ্রিতে পরীক্ষা করে জেনে নেয়া যাবে ত্বকের জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয় স্কিন কেয়ার প্রোডাক্ট।

বিশ্বের সর্বাধুনিক স্কিন অ্যানালাইজারের মাধ্যমে স্কিনের ব্রণ, ড্রাইনেস, বার্ধক্যের লক্ষণ, রিংকেল, পানি শূন্যতা, সংবেদনশীলতা, সান ড্যামেজ, হাইপারপিগমেন্টেশন সহ ত্বকের সার্বিক অবস্থা নির্ণয় করা এখন বেশ সহজ। আর এই পরীক্ষা বিনামূল্যে হওয়ার কারণে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারবে।দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক স্কিনকেয়ার, হোমকেয়ার ও কালার কসমেটিকস পণ্যের এক বিশাল সমাহার। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও অথেনটিক সব প্রোডাক্টের লাইনআপ থেকে বেছে নেয়া যাবে, যেমনটি দরকার। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ