গাজীপুরে বাসা-ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে শিল্প পুলিশের মতবিনিময় সভা
মোঃ রোকনুজ্জামান খান
আপলোড সময় :
০৬-১২-২০২৩ ০৭:১৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১২-২০২৩ ০৭:১৮:৪৩ অপরাহ্ন
ছবি:ভয়েস প্রতিদিন
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বাড়ী ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়ে বাড়ীর মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ এর শিল্প পুলিশের কর্মকর্তারা। সভায় পুলিশের পক্ষ থেকে বাসাভাড়া বৃদ্ধি না করার জন্য বাসার মালিকদের অনুরোধ জানানো হয়।
এবং যে সকল বাসার মালিক অযৌক্তিকভাবে ইচ্ছামত বাসা ভাড়া বৃদ্ধি করবে সে সকল বাসার মালিকদের তথ্য শিল্প পুলিশকে জানানোর জন্য শ্রমিকদের অনুরোধ জানান। এসময় মালিকদের পক্ষ থেকেও বাসা ভাড়া বৃদ্ধি না করার জন্য অন্যান্য বাড়ির মালিকদের অনুরোধ করেন। সভায় গাজীপুর সদর উপজেলা যুবলীগ
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর সাব জোন এর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আব্দুর নূর ও আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক বাদল, আলিম উদ্দিন বুদ্দিন, কাজল সরকার সহ বাড়ির মালিক, শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স