ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১১-২০২৪ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৪ ১১:১১:৫৫ পূর্বাহ্ন
৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক ছবি:সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সুফল এ দেশের মানুষ পেয়েছে, সে সুফল পৌঁছে দিতে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের গত ৫০ বছরের ইতিহাসে গত ৩৩ বছরে যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিলো পালাক্রমে তারাই ক্ষমতায় থেকে প্রশাসন থেকে সবকিছুতে দলীয়করণ করে দলীয় নেতাদের সুবিধা দিয়েছে। দেশের জনগণ ওইভাবে কোনো সুযোগ-সুবিধা পায়নি। আমি মনে করি, রাজনীতি কোনো জমিদারি প্রথা না, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সাম্রাজ্য নয়।

নূর বলেন, রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলেপটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিমমহ অন্যান্যরা। এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে এর নাম রাজনীতি নয়।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ