নয়াপল্টনে মৎস্যজীবী দলের সমাবেশ ও মিছিল হচ্ছে না
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১১-২০২৪ ১০:১১:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৪ ১০:১১:৩০ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
অনিবার্য কারণে শনিবার বেলা ১১টায় নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে না।
শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।তবে ওই কর্মসূচি পরে আবারও অনুষ্ঠিত হবে কি না, বা হলেও কবে হতে পারে এ সম্পর্কে কিছু বলা হয়নি।
এর আগে ভারতের মৎস্য আগ্রাসনের প্রতিবাদে’ শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।এদিকে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স