ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শনিবার কাকরাইল ও আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০১-১১-২০২৪ ১০:১৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৪ ১০:১৪:১৫ অপরাহ্ন
শনিবার কাকরাইল ও আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ
শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার (২ নভেম্বর) সমাবেশ ডেকেছিল জাতীয় পার্টি। 

এদিন রাজধানীতে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় জাতীয় পার্টি। শনিবার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়াও সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা ছিল।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র  ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে বলা হয়, এই সমাবেশ করতে দেওয়া হবে না।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’
পরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ