ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শিবচরে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের তোপের মুখে প্রশাসন

আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:১২:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:১২:১২ পূর্বাহ্ন
শিবচরে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের তোপের মুখে প্রশাসন ছবি:সংগৃহীত
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

এ সময় জেলে ও স্থানীয়রা হামলা করার জন্য এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম।শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকায় অভিযানে যায় উপজেলা মৎস্য অফিস।এ সময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ও তার সঙ্গে মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা।এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, পদ্মায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচরের হীরাখাঁর বাজার এলাকায় গেলে হামলা চালাতে এগিয়ে আসেন জেলেসহ স্থানীয়রা। এ সময় দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বর্তমানে নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশের দুটি টিম আছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ