আবারও পয়েন্ট হারালো বায়ার লেভারকুসেন
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০২-১১-২০২৪ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৪ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
গত মৌসুমে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করার ওস্তাদ ছিল বায়ার লেভারকুসেন। পুরো মৌসুম যে তারা অপরাজিত ছিল, তার মূল রহস্যই হলো- শেষ মুহূর্তে গোল করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা। বায়ার লেভারকুসেনের সেই কৌশল এবার প্রতিপক্ষ দলগুলো ভালোই রপ্ত করে নিয়েছে। যার ফলে শেষ মুহূর্তে আর গোল করতে পারছে না তারা।
এ কারণে জার্মান বুন্দেসলিগায় আরও একটি ম্যাচ ড্র করতে বাধ্য হলো বায়ার। এবার ঘরের মাঠে স্টুর্টগার্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাবি আলোনসোর শিষ্যরা। এর ফলে ১ পয়েন্ট বেশি নিয়ে বুন্দেসলিগার টেবিলে তিন নম্বরে উঠে আসলেও আজই আবার পাঁচ নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৯ ম্যাচে ১৬ পয়েন্ট বায়ার লেভারকুসেনের। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। আরবি লেইপজিগেরও পয়েন্ট সমান ২০। গোল ব্যবধানে তারা দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইউনিয়ন বার্লিন এবং ফ্রেইবার্গ।
ঘরের মাঠে হলেও স্টুর্টগার্টের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বায়ার লেভারকুসের। দুই দলই বল দখলের লড়াইয়ে ছিল প্রায় সমান অবস্থানে। তবে বায়ার লেবারকুসেনের জন্য দুর্ভাগ্যই বলতে হবে। দুটি বল বারে লেগে ফিরে এসেছে। আর একটি গোলের সবচেয়ে সহজ সুযোগ মিস করে ফেলেছে তারা। যার কারণে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছে তারা।
আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে বায়ার লেভারকুসেন। তার আগে শেষ ৬ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। বাকি চারটিতেই ড্র।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স