সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০২-১১-২০২৪ ১২:৪১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৪ ১২:৪১:১২ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
আজ সকালেই সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেন নারী ফুটবলাররা। এরপর বেলা ১১টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খেলোয়াড়দের সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে ট্রফি, সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষকের উপস্থাপন করেন অধিনায়ক সাবিনা খাতুন। এ সময় জাতীয় দলের খেলোয়াড়দের সাক্ষরিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি প্রধান উপদেষ্টাকে উপহার দেয়া হয়।
সংবর্ধনা নিতে সাফ স্কোয়াডের ২৩ খেলোয়াড়ের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার। তবে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। ২৩ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তা ছিলেন ৯ জন। এদের মধ্যে হেড কোচ এবং ম্যানেজার গেলেও গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও এবং মিডিয়া অফিসার এই অনুষ্ঠানে যেতে পারেনি।
গত ৩০ নভেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শিরোপা জয়ের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে নারী দলকে।
এর আগে নারী দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।
এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স